Wednesday 3 June 2020

গাঁ ঘ্যাষা LIBIDO - উপন্যাসের মতো








(ব্যানার্জী দা)

যে ভাবে জিনিস পত্রের দাম বাড়ছে
আর বুঝি বেশিদিন খাওয়া জুটবেনা বুঝলে 
রিসার্ভ ব্যাংকের রেপোরেট কমছে , জিডিপি পরছে
কাল আবার ঋকের কলেজ এডমিশন ডেট 
নতুন একটা ই এম আই এসে জুটলো বলে
গাড়ির ই এম আই ধরলে প্রায় পাঁচটাতো হবেই
তুমি শুনছো কি অনিমেষ ??

(অনিমেষ) 
এরই হ্যা হ্যা !! সব শুনছি 
কান আমার ওদিকেই

(ব্যানার্জী দা)
চশমাটা কবে থেকে পাল্টাবো পাল্টাবো করছি কিন্তু গিন্নিকে আবার
একজোড়া কানের বানিয়ে দিতে হবে পুজোয়
রাজারহাটে একটা ডাবল বেডরুম দেখে এসেছি
সাতশো স্কোয়ারফিটের 
কি যে করি কিছুই বুঝতে পারছিনা বুঝলে কি!!


আরে আরে ও কি ?? ও কি ? 


একটা বোমারু বিমান উড়ে যাচ্ছে মনে হচ্ছে ?
ঠাসা বারুদ !! দেখো দেখো অনিমেষ
কিন্তু ঠাসা বারুদের ভিড়ে ওগুলো কি?
আবির ?
অনিমেষ তুমি দেখছো কি ভায়া?
দ্যাখো দ্যাখো দ্যাখো 
বিমানের গা ভর্তি কষা মাংসের গন্ধ
উহু
উহুরি বাবা !!
আমারতো খিদেয় জিভের জলে সাঁতার কাটতে মন চাইছে

বিমানের ককপিটে  কেমন একটা সোনালী ঝলকানি
ডাঁসা মাংসের খাঁজ মনে হয়
উফফ !! অনিমেষ 
আজ বুঝি রাতের ঘুমটি গেলো আমার
কি চিকন শরীর এ বিমানের 
খাস যুদ্ধের জাহাজ যে
দেখেই বোঝা যাচ্ছে
ধুয়োর মতন আবির ওড়াচ্ছে খেয়াল করলে ভায়া ?
উইংসের নিচেই মনে হয় বারুদ লুকিয়ে রেখেছে
খেয়াল করছো ভায়া ?
ওই ওই ওই ক্রমাগত গত খাচ্ছে দ্যাখো 
আমায় ইশারা করে 
দেখছো ভাই দেখছো ?
আমার কিন্তু মনে মনে ভীষণ ইয়ে হচ্ছে 

(অনিমেষ)
উহুম !! উহুম !!
বলি ব্যানার্জি দা  , বৌদি সরপুঁটি নিয়ে জিতে বলেছে
সেদিকে খেয়াল আছে ?
বেলা গড়িয়ে সাড়ে দশটায় পৌঁছলে যে 
বাজারটা কিন্তু প্রায় খালি হতে এসছে

 
(ব্যানার্জী দা)
ওহ ভায়া !! আমি তো প্রায় ভুলেই গেছিলাম
আসলে
বিয়ের পর থেকে আজ প্রায় পঁয়ত্রিশ বৎসর বোমারু বিমান দেখিইনি
চোখে পড়লেই এড়িয়ে যেতে হতো
সে কপালে শিকল পরেছিল যে
এদ্দিন পর যুদ্ধ বিমান দেখে আর ধরে রাখতে পারছিলাম নাগো 
মনে হচ্ছিলো সাথে সাথে উড়েই যাই


যাক গে ,  আমার আবার অফিস ছুটতে হবে এখন
রিটায়ারমেন্ট এর আর মাস কত বাকি
তারপর তো অফুরান ফুরসৎ
সময় করে একদিন না হয়
ওই সেনা শিবিরে ঢু দিয়ে আসবো
শুনেছি সেখানে নাকি ঝাঁকে ঝাঁকে বোমারু বিমান দাঁড়িয়ে থাকে 
অন্যদেশ থেকে সে বিমান কিনে যুদ্ধের মহড়ায় সাজিয়ে রাখে ?
একদিন না হয় সে বিমানে চেপেই নেবো বুঝলে অনিমেষ
কে জানে বাবা কখন আবার নিঃশাস টিশ্বাস বন্ধ হয়ে যায় !!


                                                                                    বশম্বদ শ্রী



মূল লেখাটি প্রকাশ পেয়েছে পান্ডুলিপি ওয়েব ম্যাগাজিনে 








hoto courtesy :www.aliexpress.com



1 comment:

  1. অসাধারণ লাগলো । রূপক অর্থে মোড়া বাস্তবতা।

    ReplyDelete